WELCOME TO Science and technology bd.

SPECIAL OFFER : Domain + Hosting = 850 tk*

"শিক্ষাই শক্তি, শিক্ষাই বল"

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

Tips and Tricks about anything

If your CD or DVD is not re-writable, you can not write more time in your CD or DVD. But I tell a system to write more than once in your unrewritable  CD or DVD.To add more data in your unrewritable  CD or DVD just follow the steps:
1. Use NERO Software to burn.
undefined

2. Add your data.
undefined


3. click finish button.

4. Click Next button.
 undefined
5. Next tick mark on the Allow files to be added later box.
undefined

6.Now click Burn button.
7.At that time your CD or DVD will be written.After If you want you can add more data on your CD or DVD same way.

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

আপনি কাছে না থাকলেও অটো সেটআপ হয়ে যাবে এক্সপি

আমরা যখন এক্সপি ইন্সটল করি তখন আমাদেরকে পিসির সামনে বসে থাকতে হয় যতখন না এক্সপি ইন্সটলেশন শেষ হয়। কারণ ইন্সটলেশনের সময় আমাদেরকে কিছু কাজ করতে হয়-(যেমন:-সিডি কী, ইউজার নেম, কম্পিউটার নেম সহ আরো অনেক সেটিংস দিতে হয়। এই টিউনটি দেখার পর আপনাকে আর এক্সপি ইন্সটল করার সময় পিসির সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে হবে না অর্থাৎ আপনার অনুপস্থিতেই এক্সপি ইন্সটল সম্পন্ন হয়ে যাবে। ১)- প্রথমে nLite সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২)- এরপর nLite সফটওয়্যারটিকে ওপেন করুন এবং next-এ ক্লিক করুন।
5nmy5f আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
৩)- এই সেকশনে ব্রাউজ করে এক্সপি এক্সপির বেকআপটি দেখিয়ে দিয়ে next ক্লিক করুন।
sbsb9w আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
৪)- এরপর আবার Next-এ ক্লিক করুন এবং Task Selection সেকশনে Unattended -এ ক্লিক করে Next করুন। (Task Selection সম্পর্কে বিস্তারিত এখানে)
raagbd আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
৫)- Unattended -এই সেকশনেই এক্সপি অটেমেটিক ইন্সটলের জন্য মূল কাজ করা হয়। । নিচে দেয়া হল: (Don’t click next button)
General:- এখানে নিচের ছবির মত সেটিংসগুলো সেট করে দিন।
1oaxc6 আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
Users: – এখানে আপনি চাইলে Add-এ ক্লিক করে নতুন ইউজার তৈরি করতে পারেন এবং সেই ইউজারের পাসওয়াডও দিতে পারেন।যা এক্সপি লগঅন সময় দেখা যাবে। আর তা না করলে default রাখতে পারেন। (Don’t click next button)
egsi0n আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
Owner and Network ID: – এখানে Computer Name, Workgroup, Full Name and Organization Name দিয়ে দিন। (Don’t click next button)
mt1bhy আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
Regional: – এখানে কম্পিউটারের ভাষা ও টাইমজোন দিয়ে দিন। (Don’t click next button)
raohao আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
Network Settings: – এখানে Default সেট করে দিন। (Don’t click next button)
205qi3m আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
Desktop Theme: – এখানে আপনার এক্সপির জন্য থিম সেট করে দিতে পারেন। (Don’t click next button)
ei17hw আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
Automatic Updates: – এখানে নিচের ছবির মত Disable সেট করে দিন। (Don’t click next button)
nq4xhw আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
Display: – এখানে আপনার পছন্দ অনুয়ায়ী সেট করে অথবা Default রেখে দিণ। এরপর Next button এ ক্লিক করুন।
i6i7oz আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
৬) এরপর yes -এ ক্লিক করলে আপনার দেওয়া সেটিংসগুলো সেট করে নেবে।
2lxhev আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
এই জায়গায় সিডির টোটাল সাইজ দেখা যাবে । এরপর Next- এ ক্লিক করুন।
104f3hs আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি
৭) Bootable ISO: এখানে mode- এ Create Image সিলেক্ট করুন, Label-এ আপনার iso image এর নাম দিন, ISO Engine-এ Default সিলেক্ট করুন এবং Boot Sector-এ Default সিলেক্ট করে Make ISO-তে ক্লিক করুন এবং সেটি কোথায় সেভ হবে সেটি দেখিয়ে দিন। ISO image তৈরি হয়ে গেলে Finish এ ক্লিক করুন । এরপর ইমেজটি সিডিতে রাইট করুন।
24lpnig আপনি কাছে না থাকলেও আটো সেটআপ হয়ে যাবে এক্সপি

সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

ডাউনলোড না করে দেখুন কি আছে রার বা জিপ ফাইলে

আমরা সবাই নিয়মিত ডাউনলোড করে থাকি, কিন্তু প্রায় সময়ই ডাউনলোড হওয়ার পরে আফসোস করেতে হয়। বিশেষ করে যারা লিমিটেড নেট ইউজ করেন। যদি দেখেন আপনার অনেকগুলো মেগাবাইট খরচ হয়ে গিয়েছে যেই ফাইল টার জন্য সেইটা পাসওয়ার্ড দেওয়া, কিংবা হয়ত আপনার দরকার শুধুমাত্র একটি ক্রাক বা কিজেন কিন্তু তার জন্য আপনাকে পুরো ফাইল টাই ডাউনলোড করতে হয়েছে। কিন্তু তারপর ষোলোআনা পুরন হয় যদি সেই কিজেন টাই কোরাপ্টেড থাকে। কেমন লাগে, বলুন তো?
আজকে আমি এমনই একটি সফটওয়্যার শেয়ার করব আপনাদের সাথে যা আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দিবে। সফটওয়্যার টির নাম হল Loadscout – ছোট্ট একটা ১ মেগাবাইট সাইজের ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যার টির সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি যেই ফাইল টি ডাউনলোড করতে চাচ্ছেন সেই জিপ বা রার ফাইল টির ভিতরে কি কি ফাইল বা ফোল্ডার আছে এবং যদি আপনি চান সেই ফাইল বা ফোল্ডার এর ভিতর যে কোন এক বা একাধিক ফাইল আলাদা ভাবে ডাউনলোড করতে পারবেন। তবে এইটার সীমাবদ্ধতা হল এইটি টেম্পোরারি লিঙ্ক যেমন রেপিডশেয়ার বা এই টাইপ এর ফাইল হোস্টিং কোম্পানি গুলো দিয়ে থাকে, সেই ধরনের লিঙ্ক সাপোর্ট করে না। এইটি সেই সব সার্ভার এ কাজ করে যারা ডাইরেক্ট লিঙ্ক দেয়। তবে আশার কথা হল মিডিয়া আগুন এইটি সাপোর্ট করে এবং আমি আরও কয়েকটি ফাইল শেয়ারিং সাইট যেগুলো রিজিউম সাপোর্ট দিয়ে থাকে সেই সব সার্ভার এ কাজ করে (তবে এই ক্ষেত্রে সেই সাইট টির অস্থায়ি ডাউনলোড লিঙ্ক টি Loadscout এ কপি করতে হবে)। এখন এইটির ব্যাবহার বিধি জানব। প্রথমে Loadscout সফটওয়্যার টি ওপেন করুন । তারপর ফাইল এর স্থায়ি বা অস্থায়ি লিঙ্ক টি কপি করে open url এ পেস্ট করুন ।
তারপর কিছুক্ষণ processing দেখাবে
এরপর যখন processing টা finished হয়ে যাবে, তখন ডান দিকের প্যানেল এ দেখা যাবে আপনার কাঙ্খিত রার বা জিপ ফোল্ডার টির ফাইল গুলো এরপরের কাজ তো খুবই সহজ।
আপনি শুধু আপনার কাঙ্খিত ফাইল টির উপর রাইট ক্লিক করবেন এবং extract করবেন।
undefinedতারপর আপনার যেইখানে খুশি আপনি সেইভ করুন। কি টিউনার খুশি তো?
ক্লিক করুন
আপনাদের কিন্তু এইবার সত্যি বলছি এখন যদি আলসেমি করে কমেন্ট না করেন, তাহলে আমি তো আর টিউন করবই না, এমন কি অন্যরাও যারা আপনাকে সুন্দর সুন্দর টিউন উপহার দিয়ে থাকে তারাও আলসেমি করে টিউন করা বন্ধ করে দিবে। আর ২ মিনিট খরচ করে আলেক্সা তে আপনাদের টিউনার পেজ সম্পরকে একটি রিভিউ দিয়ে আসবেন দয়া করে।

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

নিয়ে নিন একদম ফ্রি Kaspersky Internet Security 2012

নিয়ে নিন একদম ফ্রি Kaspersky Internet Security 2012 সাথে 90 দিনের license keys .
undefinedঅনেক দিন টিউন করা হয় না তাই আজ হটাৎ কি যেন মনে হল তাই টউন করতে বসে গেলাম । আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি আর Kaspersky এর নাম শুনিনি এমন লোক পাওয়া খুবই দুষ্কর । তাই আপনাদের জন্য জনপ্রিয় একটি এন্টিভাইরাস সফ্টওয়ারের লেটেস্ট ভার্সন নিয়ে হাজির হলাম ।
Kaspersky Internet Security 2012 এর ফিসার গুলা নিচে দেওয়া হল ।
এখান থেকে Kaspersky 2012 সেটাপ ফাইল Download করুন এবং এখান থেকে License Keys টি Download করুন ।
সফ্টওয়ার টি Install করার সময় trial version এ Install না করে insert key put this অপসানে License Keys টি দিয়ে Install সম্পুন্য করুন এবং উপভোগ করুন প্রিমিয়াম Internet Security 2012 এর মজা ।

অথবা সম্পূ্র্ন Internet Security 2012 এর মজা নিতে  Download করুন ।

Photoshop CS5.5 কে হ্যাকিং করে সারাজীবনের জন্য ফ্রি ব্যবহার করুন

আজ আপনাদের জন্য একটি চরম টিপস নিয়ে এসেছি। আমি আজকে দেখাব কিভাবে Photoshop CS5 কে করে নিন ফ্রি সারাজীবনের জন্য।  চলুন কথা না বাড়িয়ে মূল কাজে……..
এডোবি ফটোশপ সাধারণত আমাদের এডোবি.কম থেকে কিনে ব্যবহার করতে হয়। তবুও আপনাদের জন্য আমি এর আগেও ফ্রিতে এটি দিয়েছিলাম। এখন কথা হল যে, এটি তো আমারা ফ্রি পেলাম কিন্তু যারা পেল না তারা কি করবে? জ্বী, স্যার। আপনাদের জন্যই এই টিপস। সারাজীবনের জন্য এবার ফটোশপ সিএস ৫ কে ফ্রি করে নিন কয়েক মিনিটে। আসুন………..
  • প্রথমে adobe.com এখানে থেকে Master Collection টি ডাউনলোড করে নিন।
  • এখানে থেকে অরজিনাল ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করে নিন।
  • তবে ডাউনলোড করতে আপনার Adobe ID লাগবে। রেজিঃ করে নিন। এটা ফ্রি।

  • ডাউনলোড শেষ হল Master Collection CS5.5 ইন্সটল করুন
  • যখন সিরিয়াল নাম্বার চাইবে, তখন ‘install as trial, 30 days remaining’ সিলেক্ট করুন।
  • ইন্সটল করার পর এবার Photoshop ওপেন করুন।
  • যখন আপনি ওপেন করবেন, তখন এটি আপনার কাছে সিরিয়াল কী চাইবে।

  • এবার এখানে সিরিয়াল কী দিয়ে ‘submit’ বাটনে ক্লিক করুন।
  • এবার নিচের লিংকে যান।
C:\Windows\System32\drivers\etc
অথবা
%systemroot%\system32\drivers\etc\

  • এখানে  ‘hosts’ নামের একটি ফাইল পাবেন।
  • এবার ‘hosts’ ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে properties এ ক্লিক করুন।
  • এবার ‘Security’ ট্যাবে ক্লিক করুন।
  • এবার আপনার ইউজার একাউন্ট সিলেক্ট করে নিচের মতো করে করুন।

  • এবার হোষ্ট ফাইলটি Notepad এ ওপেন করুন।

  • এবার চিহ্নিত # টি মুছে ফেলুন।
  • এবার নিচের কোডগুলো দিন উপরের ছবির মতো করে।
127.0.0.1 activate.adobe.com
127.0.0.1 practivate.adobe.com
127.0.0.1 ereg.adobe.com
127.0.0.1 activate.wip3.adobe.com
127.0.0.1 wip3.adobe.com
127.0.0.1 3dns-3.adobe.com
127.0.0.1 3dns-2.adobe.com
127.0.0.1 adobe-dns.adobe.com
127.0.0.1 adobe-dns-2.adobe.com
127.0.0.1 adobe-dns-3.adobe.com
127.0.0.1 ereg.wip3.adobe.com

  • এবার ফাইলটি .txt তে নয়, সেভ করবেন All file হিসেবে।
  • এবার আপনার পিসি রিস্টার্ট করুন। তাহলেই হয়ে যাবে।

Bangladesh Time (GMT+06:00)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates